Tota Roy chowdhury: 'করণ ডাউন টু আর্থ', 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জার্নি নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি টোটা - রণবীর সিং

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 10, 2023, 10:54 PM IST

Updated : Aug 10, 2023, 11:07 PM IST

মুক্তির পর থেকে বক্সঅফিসে ভালো সাড়া ফেলেছে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ ইতিমধ্যেই 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই ছবি ৷ তবে নায়ক-নায়িকার প্রেমে দু'টি পরিবারের যে ছায়া পড়েছে তা আলাদা করে নজর কেড়েছে ৷ জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্র, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীর অভিনয় দাগ কেটেছে মনে ৷ অবশ্য রকি-রানির প্রেমের পাশাপাশি আরও একটি বিষয় যেমন প্রশংসিত হয়েছে তেমনি হয়েছে ভাইরাল ৷ তা হল যুগলবন্দিতে টোটা-রণবীরের অসাধারণ নৃত্যশৈলী ৷ মার্শাল আর্টসের সঙ্গে নাচটা তিনি ভালোই জানেন, সে কথা জানত টলিউড ৷ তবে বলিউডেও নিজের সেই শিল্পসত্ত্বা সামনে আনলেন ইন্ডাস্ট্রির আদরের টোটা ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র রেশ এখনও কাটেনি ৷ তবে বর্তমানে ভীষণ ব্যস্ত অভিনেতা টোটা ৷ সেই ব্যস্ততা থেকে সময় বের করে মুখোমুখি হয়েছিলেন ইটিভি ভারতের ৷ আড্ডায় উঠে এল করণ জোহরের ছবিতে তাঁর জার্নি, ছবির সাফল্যের কথা ৷ এক সময় পর্দায় যাঁদের দেখে অভিনয় শিখেছেন সেই ধর্মেন্দ্র, শাবানা আজমি কিংবা জয়া বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, জানালেন তিনি ৷ যে করণ জোহরকে নিয়ে বলিউডে এত বিতর্ক, আদতে কেমন মানুষ তিনি, তাও জানাতে ভুললেন না অভিনেতা ৷ কী বললেন তিনি শুনে নেওয়া যাক ৷

Last Updated : Aug 10, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.