'ডাঙ্কি'র মুক্তি ঘিরে মাতোয়ারা মায়ানগরী, ঢোল-নাগারা বাজিয়ে ভোরের শোয়ে উপচে পড়া ভিড় বাদশা-বাহিনীর - rajkumar hirani

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 10:15 AM IST

Updated : Dec 21, 2023, 11:56 AM IST

Craze Over Dunki Release: বড়দিনের উৎসবের আমেজ বাড়িয়ে দিয়েছে রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ৷ ঢোল-নাগারা বাজিয়ে, আতসবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করছেন অনুরাগীরা ৷ মুম্বইয়ের আইকনিক সিঙ্গল-স্ক্রিন থিয়েটার গেইটি গ্যালাক্সিতে মুক্তি পেল শাহরুখ খানের ডাঙ্কি ৷ ভারতে এই ছবি প্রথম শো শুরু হয় ভোর 5.55টায় ৷ কুয়াশার চাদর গায়ে জড়িয়েই অনুরাগীদের উপচে পড়া ভিড় নজর কাড়ল দেশবাসীর ৷ 

সকলের হাতেই শাহরুখ খানের পোস্টার থেকে শুরু করে কাটআউট ৷ দূর থেকে আনন্দের এই আমেজ দেখে কেউ ভাবতেও পারবেন না, এই উৎসব আসলে বলিউড বাদশার ছবি মুক্তির আমেজ ৷ শাহরুখ ভক্তদের মুখে একটাই কথা, পাঠান, জওয়ান-এর ডাঙ্কি হতে চলেছে চলতি বছরের শেষ ব্লকব্লাস্টার ছবি ৷ এক অনুরাগীর কথায়, ভারতে আর কোনও তারকা নেই, যাঁর ছবি এত সকালে দেখার জন্য দূর থেকে ভক্তরা জড়ো হন ৷ এটা একমাত্র শাহরুখ ম্যাজিকেই সম্ভব ৷

 উল্লেখ্য, শাহরুখ ও রাজকুমার হিরানিকে মঙ্গলবার দেখা গিয়েছে দুবাইয়ে ছবির গ্র্যান্ড প্রোমোশন করতে ৷ দুবাইয়ের বুর্জ খলিফায় ছবির টিজার দেখানোর পাশাপাশি ড্রোন শো মুগ্ধ করে নেটিজেনদের ৷ শাহরুখ ছাড়াও ডাঙ্কিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাপসী পান্নু, ভিকি কৌশল, বমন ইরানিকে ৷ এবার ছবি মুক্তিকে আনন্দ-উৎসবে ভাসল দেশ।

Last Updated : Dec 21, 2023, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.