Dipanwita Rakshit: পুজোয় প্রচুর খাবেন, তাই এখন কড়া ডায়েটে তুঁতে
🎬 Watch Now: Feature Video
Published : Oct 7, 2023, 11:02 PM IST
'তুঁতে' ধারাবাহিকের তুঁতে অর্থাৎ দীপান্বিতা রক্ষিতকে এবার টেলিভিশনের মহালয়া অনুষ্ঠানে দেখা যাবে দেবী অন্নপূর্ণার চরিত্রে। তাই বেশ উচ্ছ্বসিত তিনি। দেবীর চরিত্রে এর আগের মহালয়াতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে, এবার তাঁর চরিত্রটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, যখন স্ক্রিনে দেবী সাজে নিজেকে তুলে ধরেন তখন মন খারাপের কোনও জায়গা থাকে না ৷ বারবার এই ধরনের চরিত্র করতে তাঁর ভালো লাগে ৷ তবে যেহেতু নাচ করতে ভালোবাসি, তাই সেই ধরনের চরিত্র দেওয়া হয়ে থাকে ৷ সেই জায়গা থেকেই এই চরিত্রগুলো করতে ভালো লাগে বলে জানিয়েছেন ধারাবাহিকের প্রিয় চরিত্র তুঁতে ৷ পুজোর প্ল্য়ান প্রসঙ্গে জানিয়েছেন, আলাদা করে কোনও পরিকল্পনা করেননি ৷ মহালয়া,পুজোয় পরিবারের সঙ্গে ঘরে কাটাতেই পছন্দ করেন দীপান্বিতা। তিনি বলেন, "আমাদের যা কাজের শিডিউল থাকে তাতে পরিবারে সময় দেওয়া হয় না ৷ তাই আমার বাড়িতে ন'জন পোষ্য রয়েছে, তাদের সঙ্গে ও মা-বাবার সঙ্গে সময় কাটাতে চাই ৷" যে কোনও একটি প্যান্ডেলে ঢুকে মাকে প্রণাম করলেই মায়ের পুজো হয়ে যায়, এই মন্ত্রে বিশ্বাসী অভিনেত্রী। তাই পুজোর ক'দিন বাবা, মা আর পোষ্যদের সঙ্গেই কাটাতে চান দীপান্বিতা। পুজো ঘিরে জানালেন আরও অনেক কথা। দেখুন ভিডিয়ো৷