Actors on Byomkesh: 'রাজনীতিতে এসে কেরিয়ার শেষ, অনেকেই সতর্ক করেছিল', ব্যোমকেশ নিয়ে অকপট দেব - Actors on Byomkesh o Durgo Rahosyo

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 28, 2023, 9:31 PM IST

'দুর্গরহস্য' সিরিজের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাতে মুক্তি পেল 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির ট্রেলার । হাজির ছিলেন আরেক ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য, সত্যবতী সোহিনী সরকার, প্রযোজক শ্রীকান্ত মোহতা । এদিন দেবের পাশে বসে ট্রেলার দেখেন অনির্বাণ ।  

অনির্বাণ এক সাক্ষাৎকারে ইটিভি ভারতকে বলেছিলেন, "এই প্রথম কোনও ব্যোমকেশের সঙ্গে বইয়ের ব্যোমকেশের মুখ ও চেহারার প্যারামিটারের কোনও মিল নেই । হোক না একটু অন্যরকম । আমি আগ্রহী দেবকে ব্যোমকেশ হিসেবে দেখতে ।" এদিন ট্রেলারে দেবকে দেখে উচ্ছ্বসিত হন অনির্বাণ । মঞ্চে একে অপরকে বাহুডোরেও বাঁধেন । দু'টি ছবিই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একই গল্পকে কেন্দ্রে রেখে । তাই কোনটা ভালো কোনটা মন্দ তা নিয়ে চর্চা হবেই । তবে, একটা ছোট ইন্ডাস্ট্রিতে সবাই মিলেমিশে কাজ করলে আদতে ইন্ডাস্ট্রিরই লাভ তা বারংবার প্রমাণ করতে মরিয়া শিল্পী, কলাকুশলীরা । 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান আরও একবার প্রমাণ করল সেই কথা ।

অন্যদিকে দেব এদিন জানান, তিনি জানতেন ট্রল হতে হবে ৷ আর ট্রল হতে তাঁর ভালোই লাগে ৷ অনেকেই কথা তুলেছিলেন তাঁর বাংলা নিয়ে ৷ তিনি যখন রাজনীতিতে আসেন তখনও প্রশ্ন উঠেছিল অভিনয় কেরিয়ার বোধহয় শেষ ৷ কিন্তু তিনি দিয়ে চলেছেন প্রজাপতি, টনিক-এর মতো একের পর এক হিট ছবি ৷ তাই ট্রলিং নিয়ে কোনও অসুবিধা নেই তাঁর ৷ জানালেন অভিনেতা ৷ ব্যোমকেশকে নিয়ে মুখ খুললেন নতুন অজিত অম্বরীশ এবং সত্যবতী রুক্মিণীও ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.