Hooligans Gang of Abar Proloy: আসছে 'আবার প্রলয়', তার আগে 'হুজ্জা' গ্যাং সদস্যদের সঙ্গে আড্ডায় শাশ্বত - bengali film

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 5, 2023, 6:04 PM IST

সাড়া জাগানোর সমস্ত উপকরণ মজুত ৷ আপাতত অপেক্ষা 11 অগস্টের ৷ কারণ, ওইদিন ওটিটি'তে আসছে 'আবার প্রলয়' ৷ শত্রু দমনে নতুন মিশনে হাজির পুলিশ অফিসার অনিমেষ দত্ত ৷ দুখিয়ার পর এবার তিনি হাজির সুন্দরবনে হুজ্জা গ্যাং'কে জব্দ করতে ৷ যে গ্যাং জড়িত একের পর এক কুকর্মের সঙ্গে ৷ যার মধ্যে সবচেয়ে মাথাব্যথার বিষয় নারী পাচার ৷ মেয়েদের ভালোবাসার জালে জড়িয়ে তাদের পাচার করে দেয় ৷ সেই হুজ্জা গ্যাং'য়ের প্রত্যেককে ধরতে এবং অপরাধ দমন করতেই হাজির অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায় ৷ শুক্রবার সামনে সাংবাদিক বৈঠকে রাজ চক্রবর্তীর সঙ্গে হাজির ছিলেন ছবির কলাকুশলীরাও ৷ ছিলেন হুজ্জা গ্যাং'য়ের সদস্যরাও ৷ গ্যাং'য়ের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন সেই শাহির রাজ, সামিউল আলম, পুষণ দাশগুপ্ত, শুভ, আর্য দাশপগুপ্তরা এই প্রজন্মের যেন তরুণ তুর্কী ৷ তাঁরাই আগামীর স্টার, এমনটাই দাবি পরিচালক রাজ চক্রবর্তীর। 

একইভাবে যাঁর ভয়ে হুজ্জাদের থড়হড়ি কম্প, সেই অনিমেষ দত্ত থুড়ি শাশ্বত চট্টোপাধ্যায়ও ওদের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইটিভি ভারতের ক্যামেরার সামনে। 'হুজ্জা' গ্যাং'য়ের সদস্যদের সুন্দরবনের স্থানীয় ভাষা শিখতে হয়েছে। তার জন্য তাঁদের তালিম দিয়েছেন অভিনেতা অম্লান মজুমদার। ওরা কেউ শিখেছেন বাইক চালাতে, কেউ আবার নাচ। ফ্লোরে যাওয়ার আগে এবং পরেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে চরিত্রটা হয়ে উঠতে, এমনটাই জানালেন সকলে। কেমন ছিল সেই জার্নি, চলুন শুনে নেওয়া যাক তাঁদের মুখেই ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.