Baghajatin song Release: দেব-রূপমকে ঘিরে মানুষের ঢল পাটুলিতে, মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান - বাঘা যতীন
🎬 Watch Now: Feature Video
Published : Sep 23, 2023, 11:07 PM IST
হাজির হয়েছে দেব অভিনীত 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার'। অনুরাগীদের চমক দিতে শনিবার অন্যরকম ভাবে হল গানের লাইভ প্রোমোশন ৷ ব্যস্ততম পাটুলির রাস্তায় মঞ্চ বেঁধে এদিন গানে গানে ধরা দিলেন 'বাঘা যতীন' ছবির তারকারা ৷ হাজির ছিলেন দেব, রূপম ইসলাম, পরিচালক অরুণ রায়, আলেকজান্দ্রা টেইলর, সামিউল আলম, সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, সৃজা দত্ত-সহ ছবির অন্যান্য কুশীলবরা। এদিন রূপম, নীলায়নের সঙ্গে কণ্ঠ মেলান দেব স্বয়ং। দেবের ভক্তকূলও এদিন ভাসেন সুরে সুরে। এই ছবি আসার আনন্দে ভক্তকূলের স্লোগান পালটে হয়েছে "শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবের চরম ভক্ত"। মঞ্চে হাজির ছিল 'দোহার' দলের সদস্যদের মধ্যে কয়েকজন। এদিন রূপমকে মঞ্চে দেখেও আবগে ভাসে দর্শককূল। ছবির টিজার দেখান হয় মুক্ত মঞ্চে। সারা ভারত জুড়ে বাংলা ও হিন্দি ভাষাতে মুক্তি পাবে এই ছবি। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে নানা সময়ে না চমক আনা হচ্ছে দর্শক দরবারে ৷ কয়েকদিন আগেই 'বাঘাযতীন' দেবের নতুন লুক আসে প্রকাশ্যে। যা দেখে অভিনেতাকে চেনা দায় ৷ এবার অন্যরকম ভাবে দর্শক টানতে গান প্রকাশ্যে আনতে দেবের প্রমোশনাল স্ট্যাটেজি তিলোত্তমারা বুকে মুক্ত মঞ্চ ৷