Atlee on SRK in 'Jawan': 'ফ্যান বলেই শাহরুখের সঙ্গে কাজ করতে সুবিধা হয়েছে', সাক্ষাৎকারে অকপট 'জওয়ান' পরিচালক - Jawan

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 10:20 PM IST

Updated : Sep 19, 2023, 10:58 PM IST

একজন অনুরাগীর চোখ থেকে দেখলে বোঝা যায়, ছবি তৈরির জন্য কোনটা কতটা ঠিক, কতটা ভুল ৷ 'জওয়ান'-এর দুর্দান্ত সাফল্যের পর এমন অনুভূতির কথা জানালেন পরিচালক অ্যাটলি ৷ ভারতীয় চলচ্চিত্রে জওয়ান দ্রুত ব্কসঅফিস কালেকশনে একের পর এক রেকর্ড ব্রেক করেছে ৷ শাহরুখ খান অভিনীত এই ছবি এখনও প্রেক্ষাগৃহে রাজ করছে ৷ সেই পরিপ্রেক্ষীতে এক সাক্ষাৎকারে অ্যাটলি জানান, তিনি বলিউড বাদশার খুব বড় ফ্যান ৷ আর তাই তাঁকে নিয়ে ছবি বানাতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, ঠিক কীভাবে ছবিটা বানালে হলে দর্শকদের তা ভালো লাগবে ৷ দক্ষিণী সুপারস্টার বিজয়ের সঙ্গে একের পর এক ব্লক-ব্লাস্টার ছবি উপহার দিয়েছেন অ্যাটলি ৷ জওয়ান ছবির হাত ধরে পা রাখেন বলিউডে ৷ সেই ছবি ইতিমধ্যে গ্লোবালি 800 কোটির ঘরে পৌঁছে গিয়েছে ৷ তিনি সাক্ষাৎকারে বলেন, "আমি সিনেমার অনুরাগী ৷ আমি শাহরুখ স্যার, বিজয় স্যারের ভক্ত ৷ আমি যাঁর সঙ্গেই কাজ করি না কেন, আমি প্রথমে তাঁর অনুরাগী হয়ে যাই ৷ আমার মনে হয়, যদি তুমি ঠিক কিছু করতে চাও, তাহলে আগে তোমাকে সেই জিনিসটার প্রতি ভালোবাসা আনতে হবে ৷ অনুরাগী হতে হবে ৷ এক অনুরাগী হলে মন থেকে বুঝতে পারা যায়, কোন সিনেমা চলবে আর কোন সিনেমা চলবে না ৷ একইভাবে যদি একজন অভিনেতা পরিচালকের কাজ, ক্যামেরাপার্সনের কাজ ও এডিটরের কাজের অনুরাগী হন, তাহলে তিনিও সবসময় বলতে পারেন, কোনটা ঠিক, কোনটা ভুল ৷" 

Last Updated : Sep 19, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.