Celebrities's Bhai Phonta: অভিনেত্রীদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস - ভাইফোঁটা
🎬 Watch Now: Feature Video
ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের দাদা তিনি। ভাইফোঁটার (Bhai Phonta) দিনে প্রতিবারের মতো এবারও নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটার আয়োজন করা হয় টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের তরফে। মূল উদ্যোক্তা মন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Aroop Biswas)। এদিন বৃদ্ধাদের সঙ্গে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠেন মিঠাই থেকে গুনগুন, বাহামণি সকলেই। বৃদ্ধা দিদিদের পাশাপাশি এদিন অভিনেত্রী বোনদের কাছ থেকেও ভাইফোঁটা নেন অরূপ বিশ্বাস। তাঁকে ফোঁটা দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহান, সৌমিতৃষা কুণ্ডু, রণিতা দাস, জুন মালিয়া, সায়নী ঘোষ, ও তৃণা সাহা। ভাই-বোনের সম্পর্ক খুব সরল, স্বচ্ছ একটি সম্পর্ক। এই সম্পর্কে আবদ্ধ হতে গেলে দরকার শুধু আত্মিক সম্পর্ক আর দায়িত্ববোধ। দরকার পড়ে না রক্তের সম্পর্কের এমনটাই বললেন অভিনেত্রীরা।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST