Datta Trailer Launch: শিবপ্রসাদের হাত দিয়ে মুক্তি পেল ঋতুপর্ণা অভিনীত 'দত্তা'র ট্রেলার - Datta Trailer Launch
🎬 Watch Now: Feature Video
দীর্ঘদিন ধরে দাদা তথা অভিভাবক হিসাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর পাশে ছিলেন নির্মল চক্রবর্তী। এবার তিনি নতুন ভূমিকায় । তিনি চালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। অর্থাৎ নির্মল চক্রবর্তী পরিচালকের আসনে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দত্তা' গল্পকে অবলম্বন করেই তিনি বানিয়েছেন তাঁর প্রথম ছবি। 'দত্তা'র মুখ্য চরিত্র বিজয়ার ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার সামনে এসেছে ছবির ট্রেলার । অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক নির্মল চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, দেবলীনা কুমার, সঙ্গীত শিল্পী অদিতি গুপ্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। অতিথি হিসেবে হাজির ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিত্র মুখোপাধ্যায়, অভিনেত্রী শ্রীলা মজুমদার-সহ আরও অনেকে। প্রভাত রায়ের নিবেদনে ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা 'ভাবনা আজ ও কাল'-এর প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে চলতি বছরের 16 জুন। এই ছবি প্রসঙ্গে কলাকুশলীরা জানিয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'দত্তা'র এতটুকু এদিক ওদিক হয়নি এই ছবিতে। তাকে নতুন আঙ্গিক দেওয়ারও কোনও চেষ্টা নেই এখানে। সাহিত্যনির্ভর অনেক ছবি এই প্রযোজনা সংস্থা থেকে আরও দর্শকদের জন্য উপহার হিসাবে থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ।