Devlina Kumar New Movie: চেনা ইমেজ ভেঙে রাজর্ষি দে'র 'সাদা রঙের পৃথিবী'তে অন্য দেবলীনা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 8, 2023, 6:24 PM IST

বরাবরই ছকভাঙা কাজে নিজের অভিনয় সত্ত্বার পরিচয় দিয়েছেন 'রঙ্গবতী' ওরফে দেবলীনা কুমার । এবারও তার অন্যথা হয়নি । রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ছবিতে একেবারে অন্য অবতারে ধরা দেবেন অভিনেত্রী দেবলীনা কুমার । চিত্রনাট্য় অনুযায়ী দেবলীনা, আশ্রমের অল্পবয়সি বিধবাদের মধ্যে একজন। এখানে তাঁর চরিত্রের নাম সুমতী । রাজর্ষি দে'র সঙ্গে দেবলীনার এটি পঞ্চম কাজ । রাজর্ষির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কই প্রত্যেকটা কাজে সাফল্য এনে দেয় বলে বিশ্বাস অভিনেত্রীর । বড় পর্দায় দেবলীনার অবাধ বিচরণ । ছোটপর্দাতেও এখন সমানভাবে ব্যস্ত তিনি । সম্প্রতি পা রেখেছেন ওটিটি-তে । 

'শ্বেতকালী'র মাধ্যমে ওটিটি-তে অভিষেক হয়েছে দেবলীনার। গিয়েছে, খুব শীঘ্রই ছোটপর্দায় আরও একটি নতুন চরিত্রে ফিরছেন তিনি। সেই ব্যাপারে এখনই কিছু বলা বারণ। কিন্তু 'সাদা রঙের পৃথিবী' নিয়ে উচ্ছ্বসিত দেবলীনা। উল্লেখ্য, নারী পাচার চক্রের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে 'সাদা রঙের পৃথিবী' ছবির গল্প। প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ইতিবাচক ও নেতিবাচক, শ্রাবন্তীর দুই ভিন্ন রূপ দেখতে পাবেন দর্শকরা। অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরসেনী মিত্র, দেবলীনা কুমার প্রমুখ । এই ছবিকে ঘিরে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে দেবলীনা কুমার জানালেন নানা অভিজ্ঞতা কথা। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.