Actors on Tomader Rani: 'তোমাদের রানী' নিয়ে আড্ডায় নতুন জুটি অভীকা-অর্কপ্রভ - আড্ডায় নতুন জুটি অভীকা অর্কপ্রভ
🎬 Watch Now: Feature Video
Published : Sep 8, 2023, 10:12 PM IST
নারী দশভুজা । সে পারে না এমন কোনও কাজ নেই । সন্তান, সংসার সামলানো হোক বা কর্পোরেট হাউজের ভারপ্রাপ্ত কর্মচারীর দায়িত্ব কিংবা ডাক্তারি নারী সবদিক সামলাতে সিদ্ধহস্ত । যে কোনও একটিকে বেছে নেওয়ার দিন আজ অতীত । সেটাই দেখানো হবে এই ধারাবাহিকে । প্রযোজনায় সুশান্ত দাস । মুখ্য দুই চরিত্রে রয়েছেন অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায় ।
স্টার জলসার জন্মদিন উপলক্ষেই সেইদিন আসছে নতুন এই ধারাবাহিক । 'তোমাদের রানী'র নায়িকা রানী হতে চায় ডাক্তার । ওদিকে তার ডাক্তার স্বামী দুর্জয়ের কথায় একসঙ্গে মা আর ডাক্তার হওয়া যায় না । রানী এরপর কীভাবে নিজের স্বপ্নপূরণ করবে সেই জার্নিই দেখানো হবে 'তোমাদের রানী' ধারাবাহিকে । নতুন ধারাবাহিকের পাশাপাশি দর্শক পেতে চলেছে এক নতুন জুটিকে । চ্যানেলের জন্মদিন উপলক্ষে একটি কেকও কাটা হয় এদিন । হাজির ছিলেন দর্শকের প্রিয় গুনগুন এবং দুর্গা অর্থাৎ তৃণা সাহা এবং সন্দীপ্তা সেন । তাঁদেরও ছোটপর্দায় জার্নি শুরু হয়েছিল এই চ্যানেলের হাত ধরেই । তাই স্মৃতির সরণীতে হাঁটলেন তাঁরাও ।