Subrata Dutta Interview: সমরেশ বসুর বিতর্কিত উপন্যাস 'প্রজাপতি' এবার পর্দায়, জার্নির কথা শোনালেন সুব্রত দত্ত - সুব্রত দত্ত
🎬 Watch Now: Feature Video
একসময়ে অশ্লীলতার অভিযোগ তুলে নিষিদ্ধ করা হয়েছিল সাহিত্যিক সমরেশ বসুর উপন্যাস 'প্রজাপতি' । বিতর্কিত সেই উপন্যাসকেই রূপোলি পর্দায় তুলে এনেছেন পরিচালক সুব্রত সেন । 1967 সালে প্রকাশিত সমরেশ বসুর উপন্যাস 'প্রজাপতি'র আধারে 'প্রজাপতি-দ্য লর্ড অফ ক্রিয়েশনস' ছবিটি তৈরি করেছেন পরিচালক। ছ'য়ের দশকে এই উপন্যাসটি নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। যে জল গড়িয়েছিল আদালত পর্যন্তও । সেই কাহিনী এবার ছবির পর্দায় । গল্পের কেন্দ্রে রয়েছেন সুখেন নামের এক গুণ্ডা। মারামারি, খুন, জখমই তাঁর নেশা। মাদক সেবন আর নারীসঙ্গ ছাড়া তাঁর জীবন অচল। উপন্যাসে এই সুখেন চরিত্রের মাধ্যমেই সমাজের মুখোশ খুলতে চেয়েছিলেন সাহিত্যিক সমরেশ বসু। পরিচালক সুব্রত সেন আজকের প্রেক্ষাপটে নিয়ে এসেছেন ছবিটিকে। পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলেছেন অভিনেতা সুব্রত দত্ত । তিনি বলেন, "এই ছবির অনেকগুলো চরিত্রই দর্শকের খুব চেনা লাগবে। দারুণ সাবজেক্ট নিয়ে কাজটা হয়েছে। এর মধ্যে রাজনীতি আছে, হিংসা আছে। যেগুলো খুব চেনা চিত্র দর্শকের কাছে। আমার মনে হয় সমরেশ বসু এই উপন্যাসটি আজ লিখলে তা নিষিদ্ধ হত না।" ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকদের মন জয় করেছে । আগামী 14 জুলাই অবশেষে মুক্তি পেতে চলেছে প্রজাপতি । ছবিতে সুব্রত দত্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার, ঋতব্রত মুখোপাধ্যায় এবং শ্রীতমা দে। ছবি নিয়ে নানান অভিজ্ঞতা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন ছবির প্রধান চরিত্র সুখেন অর্থাৎ সুব্রত দত্ত।