Saswata Chatterjee: আসছে 'আবার প্রলয়', মুখোমুখি আড্ডায় শাশ্বত চট্টোপাধ্যায় - bengali movie
🎬 Watch Now: Feature Video
11 অগস্ট ওটিটি-তে আসছে 'আবার প্রলয়'। নারী পাচারের মতো একটি জঘন্য অপরাধযোগ্য সামাজিক ব্যাধিকে সুন্দরবন থেকে উৎখাত করতে আগমন ঘটেছে ইন্সপেক্টর অনিমেষ দত্তর। সে নিজগুণে দায়িত্ব পালন করে, জীবনকে উপভোগ করে, আর বাড়িতে ফিরলে বউয়ের সামনে ভিজে বেড়ালটি হয়ে যান। এমনই এক চরিত্রে ইন্ডাস্ট্রির অপু দা থুড়ি শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিরিজে ভরপুর অ্যাকশন করতে দেখা গিয়েছে শাশ্বতকে। বরাবরই সিনেপর্দায় চরিত্রের চ্যালেঞ্জ নেন অভিনেতা শাশ্বত ৷ ফলে প্রলয় ছবির পরে আবার প্রলয় নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল উত্তেজনার পারদ ৷ ইটিভি ভারতের সঙ্গে আবার প্রলয় সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি পরিচালক রাজ চক্রবর্তীর প্রশংসা করেছেন ৷ যে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে টোকাটুকির অভিযোগ ওঠে সেই চক্রবর্তী জানেন কীভাবে স্টার বানাতে হয়, এমন কথাও শোনা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে। আজকাল কেন স্টার তৈরি হয় না? ইটিভি ভারতের এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "কেউ হয়ত চান না তাঁর ছবির থেকে জনপ্রিয় কোনও অভিনেতা হোক, তাই স্টার বানান না কাউকে।" আজকাল সপ্তাহে দু'টো করে স্ক্রিপ্ট ফিরিয়ে দিচ্ছেন তিনি। কেন? ছবি ও ছবির বাইরে নানা কথা তিনি শেয়ার করেছেন ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে ৷