ছবি দেখতে এসে 'হনুমান মানুষ' নিয়ে শোরগোল, কী ঘটল নন্দনে চলচ্চিত্র উৎসবে? - জ্যাকি ওয়াধওয়ানি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 10:29 PM IST

আজকাল নানা শহরের যত্রতত্র দেখা যায় তাঁকে। এবার শহর কলকাতাতেও হাজির 'মাঙ্কি ম্যান' ৷ কিন্তু কে এই মাঙ্কি ম্যান? একটু ভুল হল, 'মাঙ্কি ম্যান' নয়। তিনি 'দ্য ম্যান মাঙ্কি'। আসল নাম জ্যাকি ওয়াধওয়ানি। ছোট থেকেই বাঁদরের প্রতি অসীম ভালোবাসা জ্যাকির। হনুমানদের খাওয়ানো থেকে শুরু করে তাদের যত্ন-আত্তি সবই করতেন তিনি। হনুমানদের নিয়েই কাটত সময়। তাদের আচরণ ভালো লাগত জ্যাকির ৷ তাই গায়ে রঙ মেখে হনুমান সেজে গুজরাতের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে হাজির হতেন তিনি। বিনা পারিশ্রমিকে মজা দেখাতেন সকলকে । 

এরপর পরিবার, সমাজ তাঁকে বহিষ্কার করে। একার লড়াই শুরু হয় জ্যাকির। সবাই তাঁকে দেখে মজা পেত। হনুমানের সবরকমের অঙ্গভঙ্গি রপ্ত করতে দিনরাত চলত কঠোর অনুশীলন । কদর বাড়ল। আয় বাড়ল। তবু নিজের বস্তি ছেড়ে সে কোথাও চলে যায়নি। কেননা পরিবার যখন তাঁকে বহিষ্কার করে তখন বস্তি পাশে ছিল জ্যাকির। আজ প্রতি দিন 200 ডলার রোজগার তাঁর। এহেন জ্যাকির জীবন তথ্যচিত্রে বেঁধেছেন পরিচালক হায়দর খান। তাঁর জীবনের নানা কাহিনি উঠে এসেছে 'লঙ্গুর- দ্য ম্যান মাঙ্কি'তে। কলকাতায় আজ প্রথমবারের জন্য দেখা মিলল সেই জ্যাকির। হনুমান সেজে এসে সকলকে এক প্রকার চমকে দেন তিনি। জানালেন নিজের কথাও ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.