Abar Bibaho Obhijaan: স্ট্রিট হিপ-হপ ডান্সারদের সঙ্গে ছবির প্রথম গান উদযাপনে টিম 'আবার বিবাহ অভিযান' - ছবির প্রথম গান প্রকাশ
🎬 Watch Now: Feature Video
আসছে 'আবার বিবাহ অভিযান' ৷ ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন যে, জামাইষষ্ঠীর আবহে আগামী 25 মে মুক্তি পেতে চলেছে সৌমিক হালদার পরিচালিত বাংলা ছবি 'আবার বিবাহ অভিযান'। ফের হাসির ফোয়ারা ছোটাতে হাজির হবেন অনির্বাণ, রুদ্রনীল এবং অঙ্কুশ। সঙ্গে থাকবেন সোহিনী, নুসরত এবং প্রিয়াঙ্কা। আগেই হাজির হয়েছে ট্রেলার। এবার সামনে এল ছবির প্রথম গান 'সবই মায়া'। গান লিখেছেন প্রসেন, গানের সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ গানটি গেয়েছেন আদিত্য দেব। গানে উঠে এসেছে রাজ-শুভশ্রীর কথাও। সব মিলিয়ে গানে এবং নাচে জমে উঠেছে পুরো দৃশ্যটি। রবিবার প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের পক্ষ থেকে গানটি শেয়ার করা হয়েছে।
এই গানের শ্যুটিং হয়েছে থাইল্যান্ডে। গানে দেখা দিয়েছেন গল্পের তিন প্রাণ গণশা, অনুপম এবং রজত। দেখা গিয়েছে তাঁদের সহধর্মিনী মালতি, রাই এবং মায়াকেও। থাইল্যান্ডের মনোরম দৃশ্য এই গানে দর্শকের চোখ টানবে। এপ্রিলের শেষ বিকেলে ছবির গান প্রকাশ অনুষ্ঠানে অজস্র ভক্তের ভিড়ে ভাসলেন রুদ্রনীল, অনির্বাণ, অঙ্কুশ, প্রিয়াঙ্কা, সোহিনী, সৌরভ। নিউটাউনের গ্র্যাফিটি স্ট্রিটে হিপ-হপ ডান্সারদের সঙ্গে মেতে ওঠেন সকলে। নতুন এই অভিজ্ঞতা নিয়ে কী বলছেন অভিনেতারা?