Rampurhat Massacre : মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্ধ্যায় বগটুই গ্রামে ডিজি, ঘটনাস্থল খতিয়ে দেখলেন - মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্ধ্যায় বগটুই গ্রামে ডিজি
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রামপুরহাটের বগটুইয়ের (Rampurhat Massacre) পোড়া বাড়িগুলির পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ডিআইজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিং, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা । ওই বাড়িগুলি বাসযোগ্য কিনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata Banerjee) । আতঙ্কে ঘরছাড়া নিহতদের পরিবারগুলিকে ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন । তারপরই বগটুইয়ে পৌঁছন ডিজি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িগুলি পরিদর্শনের পর এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশকে কড়া নির্দেশ দেন তিনি ৷ ৷ আজ মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারগুলি ৷ তাঁদের গ্রামে ফেরাতে ও নিরাপত্তা দেওয়ার আর্জি জানান নিহতের পরিজনরা । পাশাপাশি, যতদিন না নতুন ঘর হচ্ছে বা ঘর সংস্কার হচ্ছে ততদিন তাদের বাসস্থানের বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST