Rampurhat Massacre Protest : রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি, মিছিল সিপিআইএম-বিজেপির - রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল সিপিআইএম-বিজেপির
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14807740-thumbnail-3x2-hoogly-protest.jpg)
রামপুরহাটের গণহত্যার ঘটনায় হুগলিতে প্রতিবাদ মিছিল বাম ও বিজেপির (CPIM-BJP protest in Hooghly over Rampurhat Massacre)। হুগলির পাণ্ডুয়ায় সিপিআইএম বৈঁচি এরিয়া কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল করা হয় । বৈঁচি সিপিআইএম পার্টি অফিস থেকেই মিছিল শুরু হয় এই মিছিল । রামপুরহাটের বরশাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের প্রতিহিংসায় সোমবার বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে খবর, আগুনে পুড়ে মৃত্যু হয় 12 জনের । ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মিছিলে সামিল হয় সিপিআইএম । পাশাপাশি হুগলি পার্টি অফিস থেকে হুগলি মোড়ে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিল করে জেলা বিজেপি ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Rampurhat Massacre Protest