Jhalda Councillor Murder Case: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে জেরা করল সিট - Congress councillor Tapan Kandu nephew interrogated
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ার ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকে জেরার জন্য নিয়ে আসা হল পুরুলিয়া মফস্বল থানার ক্ষণিকা গেস্ট হাউসে (Congress councillor nephew interrogated)। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করলেন সিটের বিশেষ তদন্তকারী অফিসাররা। রবিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে নোটিস দেওয়া হয় মিঠুন কান্দুকে। সোমবার তাঁকে পুরুলিয়া মফস্বল থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার পর বাইরে বেরিয়ে এসে মিঠুন কান্দু সিবিআই তদন্তের দাবি জানান।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST