Mamata in Darjeeling : পাহাড় সফরের দ্বিতীয় দিনেও মুখ্যমন্ত্রী ব্যস্ত জনসংযোগে - Mamata In Darjeeling
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14866472-thumbnail-3x2-cm.jpg)
পাহাড় সফরের দ্বিতীয় দিনেও জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata in Darjeeling)। মঙ্গলবার সকালে রিচমন্ড হিল থেকে প্রাতঃভ্রমণে বের হন তিনি ৷ সেখান থেকে হেঁটে জলাপাহাড় এলাকায় যান ৷ যেতে যেতে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন ৷ জানতে চান হালচাল । এরপর জলাপাহাড়ের কাছে পর্যটকদের সঙ্গে কথা বলেন তিনি । কোন পর্যটক কোথা থেকে এসেছেন তাও জিজ্ঞেস করেন । যাওয়ার সময় ট্যুরিজম পার্ক ঘুরে যাওয়ার পরামর্শও দেন তাঁদের ৷ এদিন সকালে প্রায় দশ কিলোমিটার পাহাড়ি চড়াই-উতরাই রাস্তায় প্রাতঃভ্রমণ করলেন মুখ্যমন্ত্রী । একটি শিশুর আবদারে তার সঙ্গে ছবিও তোলেন । দুপুর নাগাদ তাঁর চৌরাস্তার সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Mamata In Darjeeling