ঐতিহাসিক ব্রিগেডে আবারও শক্তি-পরীক্ষা - west bengal assembly election ২০২১
🎬 Watch Now: Feature Video
ব্রিগেড মানে ক্ষমতা ও শক্তির প্রদর্শন । একসময় বামেদের সমাবেশে গমগম করত ব্রিগেড । 34 বছর পর বামেদের ক্ষমতাচ্যুত করে ব্রিগেডে প্রথম শহিদ দিবস পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । রবিবার ফের আরেক সমাবেশের অপেক্ষায় ঐতিহাসিক ব্রিগেড । এবার বামেদের সঙ্গী হাত চিহ্ন । একুশের নির্বাচনের আগে কে কত শক্তির আস্ফালন করে তার সাক্ষী থাকবে সেই ব্রিগেডই ।