ক্ষমতায় এলে চিটফান্ড ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস মান্নানের - আব্দুল মান্নান
🎬 Watch Now: Feature Video
ক্ষমতায় এলে বাংলার চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, বললেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । শুক্রবার সকালে কৃষক আন্দোলনের সমর্থনে কর্মসূচি ছিল কংগ্রেসের ৷ তার আগে সাংবাদিকদের কংগ্রেস নেতা বললেন, "চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যারা তারা তো সব বিজেপিতে যোগ দিয়েছে ৷ কেউ কেউ এখনও তৃণমূলের মুখপাত্র ৷ তৃণমূল-বিজেপি এ-টিম বি-টিমের গেম চলছে ৷ ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক জোট যদি ক্ষমতায় আসতে পারি, তবে কীভাবে চিটফান্ডের টাকা ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেওয়া যায় সেটা দেখব ৷" উল্লেখ্য, আজ রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেপ্তার করেছে সিবিআই ৷