হতাশা থেকে তৃণমূল এই কাজ করেছে, বিজেপির মিছিলে জুতা ছোড়া প্রসঙ্গে দিলীপ - BJP
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10118337-thumbnail-3x2-ddd.jpg)
হতাশা থেকে তৃণমূল এইসব করছে ৷ বিজেপির মিছিলে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়দের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া প্রসঙ্গে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "যখন তৃণমূলটা ভাঙতে শুরু করেছে, তৃণমূলের এমপি, এমএলএ-রা বিজেপিতে যোগদান করছেন, তখন এইসব হচ্ছে ৷ হতাশা থেকেই তৃণমূল এই কাজটা করেছে ।"