Student's Death in Durgapur : স্কুল থেকে বেরিয়ে হঠাৎ অসুস্থ, মৃত্যু মেধাবী ছাত্রের - student dies after leaving school
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরের বেসরকারি স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলের বাইরে জ্ঞান হারিয়ে পড়ে যায় নবম শ্রেণির উৎসব চক্রবর্তী (15) । তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহ । এই ঘটনার পরেই শোকে অসুস্থ হয়ে পড়েন মৃত পড়ুয়ার মা ও দাদু । তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালের CCU বিভাগে ভর্তি করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।