আসানসোলের বিভিন্ন প্রান্তে কৃষক আন্দোলনের সমর্থনে র্যালি - আসানসোলে র্যালি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10388343-thumbnail-3x2-asansol.jpg)
আজ আসানসোলের বিভিন্ন প্রান্তে কৃষক আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় । আজ বার্নপুর গুরুদ্বার প্রবন্ধন কমিটির উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয় । শিখ সমাজের নারী পুরুষ নির্বিশেষে পায়ে হেঁটে, গাড়ি, ট্রাক্টর, হাইড্রা মেশিন নিয়ে যোগ দেয় শিখেরা । বার্নপুর শিল্পশহর থেকে এই র্যালি বিএনআরে এসে শেষ হয় । অপরদিকে আসানসোলের কালিপাহাড়ি মোড় থেকে দুই নম্বর জাতীয় সড়ক ধরে জুবিলি মোড় পর্যন্ত ট্রাক্টর র্যালি করে বাম সমর্থকরা । তারপর সেনরেলে রোড হয়ে শহরের ভেতরে দিয়ে বিএনআর মোড়ে শেষ হয় এই ট্রাক্টর র্যালি ।