মহামারীতে মানববন্ধনের বার্তা সল্টলেকের AE ব্লক পার্ট 1-এ - পুজো পরিক্রমা
🎬 Watch Now: Feature Video
মহামারীতে গৃহবন্দী মানুষ। সেই বন্দিত্বই মানুষকে মানবিকতার বন্ধন শিখিয়েছে । আপন করে নিতে শিখিয়েছে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের । গোটা সমাজ মনুষ্যত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে । মণ্ডপসজ্জায় এই বার্তাই ফুটিয়ে তুলেছে সল্টলেকের AE ব্লকের পার্ট-1 পুজো কমিটি । এবছর তাদের দুর্গোৎসব 37 বছরে পা দিয়েছে । নজরকাড়া মণ্ডপ ও প্রতিমায় মানুষ মুগ্ধ হলেও নবমীর দিনে দেখা গেল হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের চিত্র ! দেখা গেল মণ্ডপের ভিতরে ঢুকে পড়ছেন দর্শনার্থীরা । আটকাচ্ছেন না নিরাপত্তাক্ষীরাও । এমনকী মণ্ডপে ঢুকে মাস্ক খুলে সেলফি তোলার দৃশ্য়ও দেখা গেল ।