আর যেন রক্ত না ঝরে, আবেদন লক্ষ্মীর - বঙ্গ ধ্বনি
🎬 Watch Now: Feature Video
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ক্রমাগত বাড়তে থাকা রাজনৈতিক সংঘর্ষর ঘটনায় উদ্বিগ্ন লক্ষ্মীরতন শুক্লা । শুক্রবার সকালে উত্তর হাওড়ার ঘুসুড়িতে বঙ্গধ্বনি যাত্রা শুরুর আগে তিনি তৃণমূলের 10 বছরের সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করেন । বলেন, "ডায়মন্ড হারবার হোক কিংবা অন্যত্র হিংসার ঘটনা কখনওই সমর্থনযোগ্য নয় । যেভাবেই হোক হিংসা প্রতিরোধ করা দরকার।" অন্যদিকে বিধানসভা ভোট সামনে এলেও এখনও পর্যন্ত তৈরি হয়নি হাওড়া সদরের তৃণমূলের কমিটি। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, খুব শীঘ্রই জেলা কমিটি তৈরির কাজ সম্পন্ন করা হবে ।
Last Updated : Dec 11, 2020, 4:55 PM IST