এবার যাদবপুর 8বি মোড়ে অবস্থান পার্শ্বশিক্ষকদের - para teachers road blockade at 8 b bus stand jadavpur
🎬 Watch Now: Feature Video
কলেজস্ট্রিট, মৌলালির পর যাদবপুরের 8 বি বাসস্ট্যান্ডে রাজ্যের পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ । সুনির্দিষ্ট বেতন কাঠামোসহ একাধিক দাবি জানিয়ে এই কর্মসূচি। প্রায় আধঘণ্টা ধরে পথ অবরোধ করেন তাঁরা । এর জেরে যান চলাচল ব্যাহত হয় । পরে বিক্ষোভ তুলে নিয়ে সল্টলেকের অবস্থান মঞ্চে ফিরে যান তাঁরা । পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ডাকে সল্টলেকে সেন্ট্রাল পার্কের গেটে 18 ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন পার্শ্বশিক্ষকরা ।