ভ্যাকসিনে অনীহা দুর্গাপুরের বহু স্বাস্থ্যকর্মীর - দুর্গাপুরে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে স্বাস্থ্যকর্মীদের অনীহা
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরে আজ থেকে কোরোনা ভাইরাসের টিকাকরণ শুরু হয়েছে । আজ দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এবং পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি গৃহীত হয় । এই দুই শিবিরে 100 জন করে মোট 200 জন স্বাস্থ্যকর্মীর কোরোনার প্রতিষেধক নেওয়ার কথা ছিল । কিন্তু দিনের শেষে দেখা গেল দুই শিবিরে বহু স্বাস্থ্যকর্মী আসেননি । সৃজনী প্রেক্ষাগৃহে 54 জন এবং পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 51 জন স্বাস্থ্যকর্মী টিকা নেন ।