মমতা চাপে আছেন, নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা বলে বুঝিয়ে দিয়েছেন : শমীক - মমতা চাপে আছেন বললেন শমীক ভট্টাচার্য
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10288862-thumbnail-3x2-dddd.jpg)
"মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করে বুঝিয়ে দিয়েছেন তিনি চাপের মধ্যে আছেন ।" আজ সল্টলেকে একথা বলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । তাঁর কটাক্ষ, "উনি কোন কোন জায়গা থেকে লড়বেন... নন্দীগ্রাম থেকে, ডোমজুড় থেকে, উত্তর হাওড়া থেকে, আলিপুরদুয়ার থেকে, বীরভূম থেকে, কাটোয়া থেকে । ওঁর তালিকা বড় হতে থাকবে ! নির্বাচনে দাঁড়ানোর কাজ ওঁর, হারিয়ে দেওয়ার কাজ মানুষের ।"