শিশিরদার সঙ্গে কথা হবে, দল সিদ্ধান্ত নেবে: মুকুল - মুকুল রায়3
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10217470-thumbnail-3x2-mmm.jpg)
"শিশিরদা প্রবীণ রাজনীতিবিদ ৷ তাঁর সঙ্গে এমনটা না হলেই ভালো হত ৷" দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারীর অপসারণ প্রসঙ্গে বললেন মুকুল রায় ৷ মঙ্গলবার মুকুল রায় বলেন, "তৃণমূল পিসি-ভাইপোর দল ৷ তাঁরা সিদ্ধান্ত নিয়েছে, এখানে তো আর কিছু বলার নেই ৷ তবে, শিশির অধিকারীকে এইভাবে অপমান না করলেই বোধহয় ভাল হত ৷" শিশির অধিকারী কি বিজেপিতে যোগ দেবেন ? এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "দেখা যাক, শিশিরদার সঙ্গে নিশ্চয়ই কথা হবে ৷ কথা হলে নিশ্চিত করেই দল একটা সিদ্ধান্ত নেবে ৷"