লকডাউনে পুলিশের তাড়া খেয়ে হাওড়া ব্রিজে ঠাঁই মহিলা-শিশুসহ 50 জনের - হাওড়া ব্রিজে ঠাঁই
🎬 Watch Now: Feature Video
লকডাউনের দিনে পুলিশের অতি তৎপরতায় অসহায় পরিস্থিতিতে পড়লেন মহিলা ও শিশু-সহ 50 জন । একটানা বৃষ্টির মধ্যে তাঁদের ছুটে বেড়াতে হল হাওড়া ব্রিজে। এরা হাওড়ার বিভিন্ন এলাকায় অস্থায়ী ছাউনিতে থাকতেন । কোনও কারণে আজ কলকাতার দিকে যাওয়ার চেষ্টা করেন। এরপরই ব্রিজের কলকাতার দিকের পুলিশ তাঁদের পথ আটকায়৷ অন্যদিকে হাওড়ায় ফিরতে গেলেও বাধা দেওয়া দেয় ৷ এই অবস্থায় পুলিশের তাড়া খেয়ে ব্রিজের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ছুটে বেড়ালেন মানুষগুলো৷ শেষে হাওড়া ব্রিজেই ঠাঁই নেন তাঁরা। পরে অবশ্য অন্যত্র সরানো হয় তাঁদের। জানা গিয়েছে, প্রত্যেকেই বিহারের বাসিন্দা।