"বাজ পড়ার পর মাটিতে শুয়ে পড়েছিলাম, পরে ইমারজেন্সিতে স্ত্রীর সঙ্গে দেখা " - বাংলাদেশের বাসিন্দা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4156487-thumbnail-3x2-kk.jpg)
বাংলাদেশের বাসিন্দা কাজি জহিরুদ্দিন মিঠু দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ভিক্টোরিয়া ঘুরতে এসেছিলেন । হঠাৎ বৃষ্টি আসায় ভিক্টোরিয়ার এগজ়িট গেটের কাছে একটি টিনের শেডের নিচে আশ্রয় নেন । ধীরে ধীরে জল বাড়তে থাকে । পায়ের তলা ছুঁয়ে যায় । ওই জলে বাজ পড়ে কারেন্ট হয়ে যাওয়ায় সেখানেই জ্ঞান হারান । পরে স্ত্রীর সঙ্গে দেখা হয় হাসপাতালের ইমারজেন্সিতে । দেখুন ভিডিয়ো ...