বাংলা নয়, জঙ্গিদের আঁতুড়ঘর উত্তরপ্রদেশ : ফিরহাদ - জঙ্গিদের আঁতুড়ঘর উত্তরপ্রদেশ, বললেন ফিরহাদ
🎬 Watch Now: Feature Video
যাঁরা বলছেন পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর তাঁদের উচিত যোগী আদিত্যনাথের রাজ্যকে একথা বলা । মন্তব্য ফিরহাদ হাকিমের । মুর্শিদাবাদ থেকে ছয় আল কায়দা জঙ্গি গ্রেপ্তারের পর রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে BJP । তার জবাবে গতকাল একথা বলেন তিনি । সেইসঙ্গে রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যপাল এই সরকারের প্রধান পদে বসে রয়েছেন । তাঁর গর্বিত হওয়া উচিত । এই রাজ্য যদি সন্ত্রাসবাদী-জঙ্গিদের রাজ্য হয়, তাহলে রাজ্যের প্রধান হিসেবে তাঁর প্রথম ইস্তফা দেওয়া উচিত ।" পাশাপাশি তিনি বলেন, "রাজ্যে সব ঠিকঠাক চলছে । মানুষ মারা যাচ্ছে কিন্তু সেসব স্বাভাবিক মৃত্যু । জঙ্গি হানায় এই রাজ্যে মানুষ মারা যায় না । রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো । কেউ অপরাধ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় ।"