মাধ্যমিক পরীক্ষার্থীদের খোঁজ নিতে শিলিগুড়িতে শিক্ষামন্ত্রী - হাকিম পাড়া বালিকা বিদ্যালয়
🎬 Watch Now: Feature Video
কেমন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । শিলিগুড়ির পরীক্ষার্থীদের সঙ্গে এ নিয়ে কথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ দার্জিলিঙে সরকারি কর্মসূচি সেরে আজ সকালে শিলিগুড়িতে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পর্যটনমন্ত্রী গৌতম দেবকে সঙ্গে নিয়ে হাজির হন হাকিম পাড়া বালিকা বিদ্যালয়ে । সেখান থেকে নেতাজি বালিকা বিদ্যালয়ে যান তিনি । মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে তারা কেমন পরীক্ষা দিচ্ছে এবং কোনও অসুবিধা আছে কিনা তা নিয়ে বিশদে খোজ নেন। পার্থ চট্টোপাধ্যায় জানান, পরীক্ষা ভালো হচ্ছে । তবে একটা চক্র প্রশ্ন ফাঁসের চেষ্টা করছে, ধরা পড়লে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে ।