Submerged Jalpaiguri : বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি - করলা নদী
🎬 Watch Now: Feature Video
গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি ৷ জলপাইগুড়ি পৌরসভার পান্ডাপাড়া, কংগ্রেসপাড়া মহামায়াপাড়া, অরবিন্দনগর-সহ বিভিন্ন এলাকায় জমেছে জল ৷ যার জেরে বিপাকে শহরবাসী। জল জমে থাকা জলপাইগুড়ি শহরের দীর্ঘদিনের সমস্যা। অবিরাম বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে জলপাইগুড়ির করলা নদীর। এভাবে জল বাড়লে স্থানীয়দের গৃহপালিত পশুদের নিয়ে রাস্তায় এসে আশ্রয় নিতে হবে।
Last Updated : Sep 2, 2021, 5:55 PM IST