নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ,বন্ধ করলেন বরো চেয়ারম্যান - raid
🎬 Watch Now: Feature Video
রাজ্যে আজ থেকে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলার নির্দেশিকা জারি করা হয়েছে । কিন্তু দুর্গাপুরের বেনাচিতি বাজারে দেখা গেল, বেশ কয়েকজন ব্যবসায়ী আইনের তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখলেন । শেষমেশ দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার সদলবলে বেনাচিতি বাজারে অভিযান চালান এবং দোকানপাট বন্ধ করান। কিছু দোকানদার করোনা বিধি মানছেন না বলে অভিযোগ বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারের।