কেউ বললেন কোনও সিস্টেম নেই, ভিড় দেখে কেউ বললেন সংক্রমণ বাড়বে - শিয়ালদহ স্টেশন
🎬 Watch Now: Feature Video
সাত মাসেরও বেশি সময় পর আজ থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ তবে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে ? এই বিষয়ে কেউ বলছেন, "কোনও সিস্টেম নেই ৷ এক ঘণ্টা পর একটা ট্রেন ৷ অফিস যেতে এমনই দেরি হয়ে যাচ্ছে ৷ এতদিন পর যখন ট্রেন চালু হয়েছে তাহলে কেন কোনও সিস্টেম তৈরি করা হয়নি ?" কেউ আবার বলছেন, "কোনও সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে না ৷ ট্রেন যেহেতু এক থেকে দুই ঘণ্টা ছাড়া চলছে তাই প্রচুর ভিড় হচ্ছে ৷ এইভাবে চলতে থাকলে সংক্রমণ আরও বাড়বে ৷ যাতায়াত করা যাবে না ৷" তবে কেউ কেউ আবার খুশি ট্রেন পরিষেবা নিয়ে ৷ একজনের দাবি, "শিয়ালদা দক্ষিণ শাখার লাইনে ভালো মতোই মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব ৷ যাত্রী সংখ্যাও কম ।"