Udayan Guha : দিনহাটায় প্রার্থী ঘোষণার পর দলেরই একাংশকে হুঁশিয়ারি উদয়ন অনুগামীদের
🎬 Watch Now: Feature Video
"চক্রান্তকারীরা সাবধান ।" রবিবার দুপুরে দিনহাটায় উদয়ন গুহের (Udayan Guha) নাম ঘোষণা হতেই এই ভাষাতেই উদয়ন অনুগামীরা হুঁশিয়ারি দিলেন বিরোধীদের । না, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নয় । তৃণমূলেরই একাংশ, যাঁরা চাইছিলেন এবারের উপ-নির্বাচনে উদয়ন গুহ টিকিট না পান, তাঁদের উদ্দেশ্যেই এই হুঁশিয়ারি । উদয়নের সমর্থনে বিভিন্ন এলাকায় বাজি ফাটাতে শুরু করেন তাঁর অনুমাগীরা ৷ উদয়ন গুহের বাড়ির সামনেও উচ্ছ্বাস দেখান তাঁরা ৷ পাশাপাশি এদিন বিকেলই দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরু করে দেন তৃণমূল প্রার্থী । পরে উদয়ন গুহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা রাখায় আমি কৃতজ্ঞ । গত বিধানসভা নির্বাচনে 57 ভোটে হেরেছিলাম । হারার পরদিন থেকেই লাগাতার মিটিং-মিছিল করে আসছি । সাধারণ মানুষের যা সাড়া পাচ্ছি তাতে এবারে অন্তত 50 হাজারের বেশি ভোটে জিতব ।"