WB Election : বিপুল জয় তৃণমূলের, সবুজ রসগোল্লা বিলি বহরমপুরে - জঙ্গিপুর বিধানসভা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13248502-thumbnail-3x2-msdgreenrasgolla.jpg)
ভবানীপুর তো বটেই, মুর্শিদাবাদেও দুই কেন্দ্রে তৃণমূলের বিপুল জয় এসেছে ৷ সেই আনন্দেই বহরমপুরে সবুজ রসগোল্লা বিলি করল ঘাসফুল শিবির ৷ সেই সঙ্গে চলল সবুজ আবির খেলা । তৃণমূলের জেলা সাংগঠনিক সভাপতি শাঁওনি সিংহরায় বলেন, "এটা ছিল সেমিফাইনাল । 2024-এর ফাইনালেও তৃণমূলের জয় হবে ৷" এদিন মিষ্টি বিতরণ করা হলেও কোনও বিজয় মিছিল হয়নি ৷ কারণ বিজয় মিছিল করতে নিষেধ করেছেন তৃণমূল সুপ্রিমো ।