TMC and Congress CPIM supporters clash : হাই মাদ্রাসার নির্বাচন ঘিরে বচসায় জড়াল তৃণমূল এবং বাম-কংগ্রেস - TMC and Congress CPIM supporters clash
🎬 Watch Now: Feature Video
হাই মাদ্রাসার প্রতিনিধি পদের নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় (TMC and Congress CPIM supporters engage in a clash in Malda ) । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করতে হল পুলিশকে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি পদের নির্বাচন ছিল । সেই নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীনই মাদ্রাসার বাইরে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল এবং বাম-কংগ্রেস নেতাকর্মীরা । বচসা পৌঁছায় হাতাহাতিতেও, এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দু‘জনকে গ্রেফতার করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় । যদিও পরিস্থিতি শান্ত হওয়ার পর ফের শুরু হয়েছে ভোটগ্রহণ ৷