Sukanta Majumdar : মানুষের রায় শিরোধার্য ; মমতাকে অভিনন্দন বিজেপি রাজ্য সভাপতির - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জয়ের জন্য অভিনন্দন জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । এদিন কলকাতায় সাংবাদিকদের সুকান্ত বলেন, "মানুষের রায় বিজেপি প্রত্যেকবারই মাথা পেতে নেয় । তবে ভবানীপুরে মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছে এটি সামগ্রিকভাবে দলকে উৎসাহিত করবে ।" এরই পাশাপাশি তিনি বলেন, "ভবানীপুরের সব মানুষের রায় প্রতিফলিত হয়নি ৷ এটা আংশিক মানুষের রায় ৷ মাত্র 57 শতাংশ ভোট পড়েছে ।"