সন্তানদের নিয়ে খোশমেজাজে শিলা, দেখুন ভিডিয়োয়... - siliguri
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8488525-thumbnail-3x2-aa.jpg)
কয়েকদিন আগে দ্বিতীয়বার মা হয়েছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শিলা । সুস্থ তার তিন সন্তান । এখনও চোখ ফোটেনি । সদ্যোজাতদের সঙ্গে খোশমেজাজে শিলা । শিলার সন্তানদের ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এনেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ।