Mahalaya 2021 : তর্পণে উপচে পড়া ভিড়, ডায়মন্ড হারবারে পুণ্যার্থীদের জন্য লুচি-আলুর দমের ব্যবস্থা তৃণমূলের - মহালয়া 2021
🎬 Watch Now: Feature Video
দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্য তিথিতে কলকাতার বাবুঘাটের পাশাপাশি জেলার বিভিন্ন নদী ঘাটগুলিতেও দেখা গেল উপচে পড়া ভিড় । তর্পণে ব্যস্ত পুণ্যার্থীরা ৷ বারুইপুর থেকে সাগর- সর্বত্র একই ছবি লক্ষ্য করা গিয়েছে বুধবার ভোর থেকে । বারাইপুরে সদাব্রত ঘাট, ডায়মন্ড হারবারের সুভাষ ঘাট, ডায়মন্ড হারবারের কেল্লা, মুক্তাঙ্গন, গঙ্গাসাগরে এদিন পুণ্যস্নান ও পিতৃ তর্পণ করছেন বেশ কয়েক হাজার মানুষ । অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । ডায়মন্ড হারবারে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য লুচি, আলুর দম, মিষ্টি মুখের ব্যবস্থাও করা হয়েছে ৷