দেড় মাসের উপর এলাকায় জমে জল, সমস্যায় নদিয়ার সুকান্ত পল্লির বাসিন্দারা - নদিয়া
🎬 Watch Now: Feature Video
দীর্ঘদিন ধরে এলাকায় জমে রয়েছে বৃষ্টির জল । একদিকে কোরোনা অন্যদিকে ডেঙ্গিতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা । ঘরের মধ্যেও ঢুকে গেছে জল ৷ এই ছবি ধরা পড়ল নদিয়ার বীরনগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লি এলাকায় ৷ প্রায় দেড় মাসের উপর এলাকায় জমে রয়েছে বৃষ্টির জল । যার ফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা ৷ পৌরসভায় লিখিত অভিযোগ জানালেও সমস্যার সমাধান হয়নি ।