Haldia Petrochemicals Fire : ভয়াবহ অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে - ভয়াবহ অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রকেমিক্যালসে
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12663269-thumbnail-3x2-haldiapkg.jpg)
হলদিয়া পেট্রোকেমিক্যালসে (Haldia Petrochemicals) ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ মঙ্গলবার পেট্রোকেমিক্যালসে পাইপের কাজ চলার সময় এই আগুন লাগে ৷ বিকেল তিনটের পর পরই হঠাৎ দাউ দাউ করে আগুন লেগে যায় ৷ ঘটনার পরই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে ৷ পাশাপাশি আরও দমকলের ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয় ৷ আগুনে পেট্রকেমিক্যালসের তিনজন কর্মী জখম হয়েছেন ৷ তবে কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ হতাহতের কোনও খবর নেই ৷ আগুনের উৎস কোথায় তা এখনও বুঝতে পারেনি কর্তৃপক্ষ ৷ এদিন প্রথমে একটি ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগে ৷ তারপর পর পর আরও দু'টিতে ছড়ায় ৷ তেলের পাইপ লাইন থেকে শুরু করে তেলের ইউনিটে যাতে আগুন না ছড়িয়ে পড়ে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে ৷
Last Updated : Aug 4, 2021, 9:34 AM IST