Jhargram : বানরের ভয়ে আতঙ্কিত ঝাড়গ্রামে বালিভাষা-সহ বিভিন্ন এলাকা - ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামে বানরের উৎপাত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 22, 2021, 11:03 PM IST

জঙ্গলমহলের নিত্যদিনের সমস্যা হাতি । এবার তার সঙ্গে জুড়ল বানর এবং হনুমানের সমস্যা ৷ গত দিন পনেরোর বেশি ঝাড়গ্রামের একাধিক গ্রামে চলছে বানরের উৎপাত ৷ বন্যপ্রাণীর আক্রমণে জখমও হয়েছেন বাসিন্দারা ৷ বালিভাষা গ্রামে বেশ কিছু বাসিন্দা এভাবে জখম হয়েছেন ৷ পাশাপাশি আশপাশের কশাফলিয়া, কিশমত, দিহিবাদিনা, বাদিনা, দুধকুন্ডি-সহ বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে একটি বানরসেনা । অতিষ্ট হয়ে বনদফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের । তাঁরা জানাচ্ছেন, মধ্যরাতে জানালা দিয়ে বাড়িতে ঢুকে বানর কারো বুকের উপর বসে থাকছে, আবার কাউকে কামড় দিয়ে পালাচ্ছে ৷ কখনওবা রান্নাঘরে ঢুকে ভাত- তরকারি খেয়ে পালিয়ে যাচ্ছে ৷ তাড়ানোর বহু চেষ্টা করেও কোনও ফল মেলেনি ৷ ইতিমধ্যেই 50-60 জন বানরের আক্রমণে আক্রান্ত হয়েছেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.