টানা বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল - টানা বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণ 24 পরগনা, জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল
🎬 Watch Now: Feature Video
বঙ্গোপসাগরের উপকূলে নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকায় ও বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। টানা দু'দিনের বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল। ভোগান্তিতে কয়েক হাজার পরিবার। দক্ষিণ 24 পরগনার বেহালা, বারাইপুর ,গড়িয়া সহ উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলগুলি জলের তলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার জেরে আরও বেশ কয়েক দিন জল যন্ত্রণার ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যেই জলমগ্ন এলাকাগুলিতে পাম্পের মাধ্যমে জমা জল সরানোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। তবে দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা এখনও জলমগ্ন ৷