Heroine rescued : কোটি টাকার হেরোইন-সহ দুর্গাপুরে গ্রেফতার এক - হেরোইন-সহ দূর্গাপুরে গ্রেফতার এক
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরে উদ্ধার প্রায় কোটি টাকার মাদক । প্রায় ৫০০ গ্রাম মাদক-সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ । ধৃতের নাম মনিরুল শেখ ৷ নদিয়ার বাসিন্দা মনিরুল উত্তরপ্রদেশ থেকে এই মাদক পাচারের উদেশ্য নিয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন শিমুলতলা বস্তিতে ডেরা করেছিল । পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক হেরোইন । দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডের কাছ থেকে এই মাদক হাত বদল হওয়ার কথা ছিল, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শিমুলতলা বস্তিতে অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেফতার করে । উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা ৷
Last Updated : Nov 6, 2021, 5:48 PM IST