Bhabanipur By-Poll : মমতার জয় ভারতবর্ষের রাজনীতির জন্য নতুন দিশা, বললেন রথীন ঘোষ - খাদ্যমন্ত্রী রথীন ঘোষ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13250356-thumbnail-3x2-rathin.jpg)
ভবানীপুরের রায় ভারতবর্ষের রাজনীতিতে নতুন দিশা দেখাবে। এই জয় আগামী দিনে পথ দেখাবে দেশকে । ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রেকর্ড ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয় নিয়ে এমনই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) । রবিবার সন্ধ্যায় মধ্যমগ্রামে নিজের বাড়িতে ইটিভি ভারতকে রথীন বলেন, "এই জয় আমাদের কাছে কাঙ্খিত ছিলই । মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান কত হবে, সেটা নিয়েই ভাবছিলাম আমরা ৷" ভবানীপুরের জয় আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে দিল্লির মসনদ থেকে হটাতে সহযোগিতা করবে বলেই মনে করেন খাদ্যমন্ত্রী ।