Elephant incident : খাবারের খোঁজে হাতির হানা রঙধামালির নতুন বস্তিতে - হাতির হানা
🎬 Watch Now: Feature Video
ভোর পৌনে পাঁচটা কি পাঁচটা হবে, চারটে হাতি ঢুকে পড়ে রঙধামালির নতুন বস্তিতে ৷ টিনের ঘর তুবড়ে, ভেঙে, গাছ উপড়ে, তারা সারাদিন তছনছ চালায় ৷ নাওয়া-খাওয়া শিকেয় তুলে ঘরছাড়া জলপাইগুড়ির নতুন বস্তি এলাকার মানুষ ৷ বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে এসেছে ওই হাতির দল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের আধিকারিক, কর্মীরা । হাতিদের জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হলেও সন্ধে না হওয়া পর্যন্ত তা সম্ভব নয় বলে জানিয়েছে তারা ৷ হাতিদের দেখতে প্রচুর লোক ভিড় জমিয়েছে ৷ তাতেও দেরি হচ্ছে হাতিদের ফেরাতে, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান ৷